**********

না, পেছনে ফিরে দেখিনি আর
মিছে কেনো পিছু ফিরে দেখা
চলে যদি যেতেই হয় - বুকে পাষাণের ভার
দিগন্তের আকাশ জুড়ে লাল সুরমার রেখা

আমাকেও যেতে হবে লক্ষ যোজন পথ
পিছু ফিরে চোখে যদি পড়ে যায় চোখ
মিলিবে না জনান্তিকে ভাবনার দ্বৈরথ
বিহবল আর্তনাদে বহমান বৈকালিক শোক

এই ভাল আর না চাওয়া পিছন ফিরে
অলক্ষ্যেই মুছে যাবো শূন্য হাতে
জীবনের তরী আর ভিড়িবে না তীরে
ক্লান্ত বিকেলখানি হারাবে সন্ধ্যার রাতে ।

সুনন্দিতা,ডেকো না আর স্বপ্নের গভীরে
গাঙচিল চোখ এ জনমে হারানোই থাক;
যে জীবন যায় তা'আর আসে নাকো ফিরে
স্মৃতির মখমলে মোড়ানো মন পুড়ে হোক খাঁক ।


                 --০--