********
সুনন্দিতা -
মিছে ভুল বুঝো না আর এই অবেলায়
বসন্ত শীতার্ত হয়ে নির্বাসিত আলাক্সায়
এ কী আর বয়স বলো
                     তারচে'নাহয় চলো
বসি দু'জনে ওই পার্কের জমাট ছায়ায়
কিছু পুরোনো কথকতা ।।

সুনন্দিতা-
নোতুন আর আসে না এই পুরোনের ধারে
তাই শুধু পুরাতনী সম্ভারে
নিজেরে জড়িয়ে রাখি
                  আনমনে নিভৃতে থাকি
কে জানিত অকস্মাৎ পাব দেখা তোমারে
সযতনে লুকোনো প্রগলভতা ।।

সুনন্দিতা -
স্পর্শের যাদু যেদিন করেছিল অবশ শরীর
সেইদিন লজ্জায় রাগে তুমি হয়েছ অধীর
লক্ষবর্ষ পরে আজ
           মনে কী জাগে যৌবনের সাজ
চোখের দৃষ্টিতে কী আর আছে সেই তীর
শুধুই স্মৃতি কাতরতা ।।

সুনন্দিতা, এসো না আর প্রাচীন বৃক্ষের কাছে
লক্ষবর্ষের সঞ্চিত প্রেম সেখানে গোপন আছে ।।

                  --০--