*********


আমার বলতে কিছুই কি ছিলো বলো
আমার শুধুই ছিলে তুমি
সাতরাজার ধন কে চেয়েছে কবে
নিবিড় ভালোবাসার এক চিলতে ভূমি

সেও কি আর আমার ছিলো
মাধবীলতার ছায়ায় ঘেরা ছিন্ন কুটিরখানি
মধ্যরাতে পদ্মা টেনে নিলো
উদোম হাওয়ায় পথে -দিলো আকাশছানি

আমায় তুমি ডাক দিয়েছো পথে
ঘাসের সাথে সখ্য আমার বৃক্ষ প্রাণসখা
হাত রেখেছো জানি আমার হাতে
জানিনি তো জীবন চুরি করেছে সুপর্ণখা

তোমার হাতে সঁপে দেয়ার পরম মধুর ক্ষণ
জানি বিশ্ব জুড়ে ঘর আমার তুমিই প্রাণধন ।।


          -------০০০------