***********

এভাবেই দিন কেটে যাবে
দুধটুকু তোলা রবে রুপোর রেকাবে
কে খাবে – কেউ হয়তো খাবে ।

এভাবেই কেটে যাবে দিন
হেঁটমুণ্ড ঊর্দ্ধপদ নিরাকার স্বপ্নবিহীন
নিরর্থ জীবন – ভাবেই সৌখিন

এভাবেই দিন যাবে কেটে
আরণ্যক বিবমিষা লুটেপুটে চেটে
তস্করের মত অন্ধকারে সেঁটে

দিন গেছে কেটে এভাবে
শরীর ছায়াহীন আলোর অভাবে
জ্যোৎস্নাহীন প্রান্তর জোনাকী প্রভাবে ।

এভাবেই যায় কেটে দিন
মেঘাক্রান্ত বিদুর আকাশ, নক্ষত্র বিহীন ।

        ---০--


(২৯শে এপ্রিল, ১৯৭৩)