**************
মুখোমুখি বসে থাকে ওরা দু’জন
             আকাশের তীর ঘেঁষে
দেখে দেখে সমূদ্র বিমর্ষ হয়
উত্তাল ঢেউয়ের খেলা থামিয়ে সে
       নিঝুম প্রান্তরের মত নির্জন
শান্ত স্থির চোখে তার অবাক বিস্ময় ।

ওরা শুধু বসে থাকে
বিকেলের রোদটুকু পড়ে আসে
পথিকের চলাচল পথের বাঁকে
কমে আসে বিকেলের আলোর মত
ঝাউবনের উতল বাতাসে
খোলাচুলে চঞ্চলতা নীরব সুসংহত ।

ওরা বসে থাকে
ওরা বসে থাকে
ওরা বসে থাকে
                       ওরা কথাহীন স্বরে
                          হাতে রাখে হাত
                        চোখে রাখে চোখ
বাতাসের শরীরে সে কী গোলাপ সুগন্ধ
দিগন্তের ক্লান্তি বেয়ে নেমে আসে রাত
কী অসীম মায়ায় যেন হৃদয়দুটি ভরে
মুছে যায় স্মৃতি হতে এ মর্ত্যলোক
ভালোবাসা কী সুরের মতই অমৃতছন্দ !
                         ওরা বসে থাকে
                         ওরা বসে থাকে
                         ওরা বসে থাকে ।।


             ---০---

[২৪শে মে, ১৯৮১; কক্সবাজার সমূদ্র সৈকতে আত্মনিমগ্ন এক যুগলকে দেখে]