***********

সুনন্দিতা –
তোমার চিঠি পেলাম আজ সকালে
ডাকপিয়ন গলিয়ে দিয়েছে দরজার ফাঁকে
রঙিন খামটি হাতে নিয়ে নাকের কাছে ধরে
চুপচাপ বসে ছিলাম অনেকক্ষণ ।
সারা চিঠিতে তোমার শরীরের সুগন্ধ
এতো তীব্র ছিলো যে -
আমার ঘুম পেতে শুরু করেছে ।

তোমার চিঠিগুলো আমি কখনো খুলিনি –
তুমি কখনোই তা জানবে না -
যদি খুলি -তোমার চিঠি আমাকে ফিরিয়ে নেবে ঘরে;
কিন্তু আমার যে ঘরে ফেরার উপায় নেই -
পথে পথে পিতৃমাতৃহীন অভূক্ত শিশুদের
গোলার মুখে রেখে আমি ঘরে ফিরে যেতে পারি না –
সারা জনপদে তোমার মতো মেয়েদের হায়েনার মুখে রেখে
তোমার আঁচলের তলায় ভালবাসার সংজ্ঞা
খোঁজার সাধনা -আমার সইবে না ।

সুনন্দিতা – তুমিও আসো না এইখানে
আমার সাথে হাত মেলাবে আসো – এই যুদ্ধপ্রান্তরে
আমরা শিশুদের মুখে হাসি ফোটাবো একসাথে
আমরা গৃহহীনদের দেবো একটি শান্তির নীড়
আমরা ভীত সন্ত্রস্ত মানুষকে শোনাবো অভয়ের বাণী
আমরা মানুষের হাতে ঘৃণার বদলে ভালোবাসা দেবো
আমরা বন্দুকের হাতে ফুল তুলে দেবো
আমরা মিশাইলের মুখে আকাশ ঢেলে দেবো
এসো সুনন্দিতা – আমরা নোতুন করে ভালবাসতে শিখি ।।


              ----০----