***********
জীবনের পৌরাণিক ক্লান্তি
এসে ভিড় করে দাঁড়ায় চারিদিকে
বিবর্ণ জ্যোৎস্নার রঙ - হারিয়েছে পৃথিবী
তার স্বপ্ন জাগানিয়া মায়াবী কান্তি ।


আর কোন কথা নয় এই মধ্যরাতে
আনন্দ উৎসব ফুরিয়েছে নিশ্চিত বারুদের গন্ধে
ঘরে ঘরে মৃতের উল্লাস ভয়াবহ
পঁচা মানুষের মাংস শোভিত কালের পাতে ।


ফুলের সুগন্ধ কোথাও নেই বাতাসে
শকুনের হুল্লোড়ে অদৃশ্য আকাশের সীমানা
শিক্ষা ও সভ্যতা ঘুমায় বিস্মৃতির কোলে
ভালোবাসা পুরনো শব্দ চাহিদার হুতাশ্বাসে ।


দিনে দিনে নিজেদের কাছে অচেনা হবার শখ
আধুনিকতার নকল মোড়কে উদ্ভ্রান্ত বুরবক ।


                   ---০---