****************


দূর আকাশে উড়ন্ত চিলের চোখ
ক্ষরদৃষ্টিতে ভুমিময়, আকণ্ঠ নির্মোক,
আর কত উপেক্ষার দহন, কত অবহেলা
ক্ষয়ে ক্ষয়ে যায় দিনের মোহন বেলা !


চিলের খাদ্য হয়েছে যে, শকুনে ছিঁড়েছে যারে
জীবনের দেনা যে প্রাণ দিয়ে
                          করেছে শোধ বারে বারে
স্বপ্নের শরীরটুকু নগ্ন হিংস্রতার নখরে ছেঁড়া
বুকের গভীরে তবু জ্বলে ঊষার নরোম আলোক
মগ্ন সাধনায় খুঁজে ফেরা
                   সে কোন অধরা আনন্দলোক !


হাজার বছর ধরে সেই একই বর্ব্বরতার
লালিত ইতিহাস -সভ্যতার মুখোশে অন্তরাল
মিথ্যারেই যার নিত্য আরাধনা অনিবার
তারই হাতে নির্লজ্জ ভুবন লীলাময়ী সকাল !


দিকে দিকে মিথ্যার সোনালী হীরক সাজ
কেউ কি জাগে সত্যের দীপশিখা হাতে
এই গহন নিরাশার কালো রাতে
কোথাও কি দেখা যায় ঊষার আভাস আজ !


শুদ্ধতার অমল বিভায় চর্চিত জাগতিক সম্বল
এবেলা ছায়াময় হাতে জ্বলে উঠুক নিঃশঙ্ক অনল !!