**********


অরণ্য ভেসে যায় বেনো নদী জলে
আদিগন্ত পটভূমি নগ্ন কাকদ্বীপ,
রামধনু ঝাঁপ দেয় খোলা এলোচুলে
শরীর জুড়ে পোড়া চাঁদ জ্বেলেছে প্রদীপ ।


ভরদুপুরে ছাদের আকাশ নিমগ্ন সে রূপে
কি যে ছাই এমন কাজ, জানালাটি একেলা
আধভেজা শাড়ীগুলো জড়িয়ে নিশ্চুপে
দাঁড়িয়ে আছে ঠাঁই গোলাপী ফ্রক, মেয়েবেলা ।


হাতের আঙুলে ওড়না জড়িয়ে গড়িয়ে যায়
অনাবৃত বুকে সে কী সাগরের উত্তাল ঢেউ
মেয়েটি কি ছেলেটিকে কোথাও দেখতে পায়
ছেলেটির বুকের আগুন বুঝেছে কি সেও !!


আগুন ছড়ানো চোখে সে দুপুর পুড়ে খাঁক
মেয়েটি চলে যায়,রেখে যায় অজস্র নদীর বাঁক ।


                   <--০-->