************
অনাবৃত জীবনের ছায়াপথ ঘেঁষে
তমিস্রার কুহকে ঢাকা দীর্ঘ রজনী পার হয়ে এসে,
হতাশার শিলাস্তরে বিক্ষুব্ধ মন
দূরাগত আলোর মায়ায় বিবর্ণ কষ্টের পলি আস্তরণ ।


কালের তীর ধরে ছুটে চলা জীবনের তরী
সে কোন মায়াবী আবেশে ঘিরে রাখে উদ্ভ্রান্ত সময়.
কাছে এসেও ফিরে যায় আরক্তিম মুখোশে স্বপ্নপরী
বিভুক্ষ করতলে আছড়ে পড়ে নিরুক্ত অবক্ষয় ।


তবুও দিনের মোহন মেলায় এক উষ্ণ আলো
চোখের তারায় জ্বালে অর্জনের মহাকাব্যিক দ্যুতি
অন্তরের সুষুপ্ত উদ্ভাসে সে কোন বিদ্যুত চমকালো
আদিগন্ত মহাকাশে কখন অলক্ষ্যে ঘটে নক্ষত্রচ্যুতি ।


ভগ্ন শিলাস্তরে জেগে থাকা ছোট্ট এক কুঁড়ির ভালবাসা
লক্ষ্যহীন শ্রান্ত মনে জাগায় প্রত্যয়, নতুন জীবনের আশা ।