***********


ও সবুজ পাতা গো
বাতাসে উথাল পাথাল অকস্মাৎ
নেমে এলে হাতে –
গহন শুক্লপক্ষ রাতে
হাতে রাখলে হাত,
ও আমার সবুজ পাতা গো ।


ও সবুজ পাতা- যেই ছুঁয়েছ হাত
নিমেষে এক অলৌকিক বিভাস
দিয়েছ ছড়িয়ে আদিগন্ত জুড়ে
দূরে – বহুদূরে
রক্তিম আলোর উদ্ভাস
কেটে গেল তমসাচ্ছন্ন রাত ।


সবুজে সবুজে ছেয়েছে মনপ্রান্তর
ফুলে ফুলে ভরে ওঠে শরীর বাগান
প্রাণে প্রাণে বসন্ত দেয় ডাক
ও সবুজ পাতা, এ কী অবারিত আহবান
শিরায় শিরায় বাজে কামনার জয়ঢাক
নিঃস্পন্দ ধরণীতলে উন্মাতাল ঝড় ।


ও সবুজ পাতা, কী স্বপ্নভেলায় ভাসালে আমায়
জেগে দেখি তুমি নাই- বসন্ত কোথাও নাই ।


                ***--০০--***