***********


যে হাত কখনো ছোঁয়নি আনন্দ পেলবতা
সেই হাতে অকস্মাৎ - ও সবুজ পাতা
কী অনুরাগে এনেছ প্রিয় আনন্দ উদ্ভাস
পথে পথে বিবর্ণ বেদনার রঙ যে জ্বলে
মুছে গেছে সে কোন এক পূতঃ মন্ত্রবলে
অনুপম অনুরাগের স্বপ্নিল শুদ্ধ-সুবাস
জড়ায় আজানু শরীর স্বপ্নকল্পলতা
সবুজে সবুজে ছেয়ে -ও সবুজ পাতা ।


কোন ঊষার প্রহরে নির্ঘুম রাত শেষে
অজানা আশঙ্কার ঘোর কেটে গেলে
ভাবনার সাথে যদি বিমর্ষতাও মেশে
অলক্ষ্যে উষ্মার আগুন-সলতে জ্বেলে
ধরে রাখে  শ্রান্তিসার জীবনের কথকতা
সপ্রাণ সুখের ছায়া তুমি’গো সবুজ পাতা !


জীবন ক্ষয়ে ক্ষয়ে যায় কালের নিয়মে
কোন এক গহন বক্ষে বিষাদটুকু জমে
কোন এক হাতে জমে ক্লান্তির স্বেদটুকু
মনের কোথাও থাকে না-পাওয়ার খেদ
বুকে থাকে চেপে-সব হারানোর জেদ
আকাশের নীলাচলে হারায় মন, বুভুক্ষু ।


তবুও ভোরের আলোর মত তুমি অকস্মাৎ
ও সবুজ পাতা, অযাচিত হাতে রাখ হাত ।।


            ****-০-****