বিবাগী উত্তুরে হাওয়ায় শীতের কামড়
পাতায় পাতায় শিরশিরে কাঁপন
কুঁকড়ে আসে সবুজ পাতার শরীর
বিবর্ণ বেদনায় প্রাণ হয়েছে অধীর
চোখেমুখে লেগে থাকা চঞ্চল কাতরতা
খুব কষ্ট কী গো - ও সবুজ পাতা !!


শীতের দংশনে লালিমা হারায় সবুজ
নীরবে গ্রাস করে হরিৎ অসুখ
মেঘে মেঘে ছড়ায় সেই গোপন ষড়যন্ত্র
সবুজ পাতার গায়ে - গভীর চেতনার মতো
বুকের গোপন ক্ষত লুকিয়ে সঙ্গোপনে
ও সবুজ পাতা - ঝরে যাও হাওয়ার আলিঙ্গণে !


ও সবুজ পাতা - চেয়ো না চেয়ো না ফিরে
যখন শালিখ দোয়েল ডাকে মুহুর্মুহু
তোমারই শাখার নীড়ে
একান্তে নিওনা টেনে স্বরূপ না চিনে
নিওনা ওদের আদর ওই নগ্ন শরীরে
ওরাও বসন্ত কোকিল, শীতার্ত দুঃখের দিনে ।


ও আমার সবুজ পাতা -্তোমারই সবুজ ছায়ায়
রেখেছি আমার দগ্ধ প্রাণ অমল মায়ায় ।।


            ****--০--****