_____________


তুমি ডাক দিয়েছ এই অবেলায়
বুকের ভেতর কাঁপন হলো বিষম
এতোদিনেই বুঝি সময় হলো তোমার
আমার কাছে ডাক পাঠাবার !


ঠিক আসবো দেখো -
তোমার হাতের ভাপা,পুলি আরো কত পিঠে -
তুমি একের পর এক তুলে দেবে
আর আমি শত জনমের
বুভুক্ষু মানুষের মত খেয়ে যাবো গোগ্রাসে-
আর তুমি অবাক হতে হতে দেখবে
তোমার ভাঁড়ার হয়েছে শূন্য-!


তবু আসবো আমি
তোমাকে অবাক করে দিতেই
ঠিক আসবো একদিন --।
শীত ছুঁই ছুঁই নবান্নের মৌসুমে
কোন এক ক্লান্ত বিকেলে
ধুপধাপ দরজার কড়া নেড়ে ডাকবো –
-মুন, তুমি ঘরে আছো ?


তুমি তখন দুপুরের আলসে ঘুমের আরাম ছেড়ে
অতি অনিচ্ছায় উঠে এসে
দরজা খুলেই অবাক হয়ে বলবে -
- কে আপনি ? কি চান এই অবেলায়?


আমি আসবো,শুধু তোমার ওই অবাক মুখটি
একবার দেখবো বলেই
হাজার যোজন পার হয়ে
আসবো ছুটে ঠিক তোমার কাছেই  ।।


         **--০--**