_________________


এ কোন বিষাদে জীবন বয়ে যায়
সময় থমকে থাকে অলক্ষ্য আশঙ্কায়
চোখের কোটরে স্থির উদ্ভ্রান্ত দিন ও রাত
রক্তাক্ত তরবারী- হিংস্র
                      ঘাতকের নগ্ন হাত ।


ওরা এসেছিল প্রতিটি দিনের মতই
স্বাভাবিক নিয়মে – ওরা জানত না
শুধু, এইদিনটি অন্যদিনের মত নয়
ওরা আর মায়ের কোলে
                 কখনোই ফিরবে না ।


নৃশংস ঘাতক ওৎ পেতে থাকে
চোখে মুখে ওদের মৃত্যুর উল্লাস
ধর্মের উন্মাদ বেশ্যা দূর্গন্ধ পাঁকে
পায় ওরা জাহেলিয়াত
             যুগেরই মধুর সুবাস ।


শত মা হয় সন্তানহারা, ধর্মোন্মাদ
পশুদেরই নির্মম ধর্ম ধর্ম খেলায়,
মানুষ ভুলেছে দাঁড়াতে ঘুরে, প্রতিবাদ;
চুপিচুপি জ্বালে মোমবাতি, ফুল দেয়
                ওই ধর্মবেশ্যাদের পায় !


দিনঘুরে নতুন বছর আসে
ঘরে ঘরে শোনা যায় আজো ত্রাহি আর্তনাদ
বুকের ভেতর জাগে অজানিত ত্রাস
কি চক্রান্ত নিয়ে আসে নতুন বছরে -
                          ধর্মের হারমাদ !


          ***----০----***