********


চাঁদ খেলবে বলে সেই যে এক সন্ধ্যায়
বের হলে ঘর থেকে –
তারপর থেকে লাপাত্তা - সারারাত।
গলিপথে ওই দেখা যায়
                   একেলা বিষন্ন চাঁদ ।


আমি বসেছিলাম দাওয়ায় সারাটি রাত
শেষ প্রহরে এসে বলে গেল চাঁদ
সেও বসে থেকে সারারাত – অপেক্ষায়
আমার কাছেই এসেছিল খুঁজতে তোমায় ।


অবশেষে চাঁদ খেললাম আমিই
শেষ প্রহরের শীত-শীত মায়াবী আলোয়,
চাঁদ মানলো না যে - কি করবো বলো
সেই থেকে চাঁদ আমাকে
           এখানে ওখানে অলক্ষ্যে ছোঁয় !



                  ----০----