~~~~~~~~~~~


কেউ একজন একদিন কবিকে বলেছিল,
নারীরা কখনো হয় না হৃদয়ের
ওরা হৃদয়ের অধিকার শুধুই চায়
ওরা যেমন ভালবাসার শর্তে সংসার চায়.
শাড়ী গয়না দামী আসবাব চায়,
সুন্দর সুরম্য বাড়ী চায়, নতুন মডেলের গাড়ী চায়
তেমনি কারো হৃদয়ের অধিকার চায় -
সবই শরীরের দামে !


কবি তো অবাক শুনে !
এ কেমনতর কথা -
তবে কি এতকাল কবি যা জেনেছিল
সবই তার ভুল !
আকুলিত শব্দমালা করেছে রচনা কবি নারীকে নিয়ে-
সকলই তার মিথ্যে ভাবনা !
মানে না, কবি মন মানে না ।


এই ভেবে কবি মন উদ্ভ্রান্ত প্রয়াসে
নারীর নিকটে আসে ।
নারী যে কি তা বোঝার আগেই
সেই খরস্রোতা নদীজলে কবি ভেসে যায় !


হায় কবি হায় --
নারী যে শ্রাবণের উত্তাল নদী নেই ধারণায় !


        ~~~~~~~~~~~~~