*********


পথে নেমে এলেই ঝরাপাতাগুলো
তারস্বরে করে অনুনয় -
একটু ছুঁয়ে দাও আমাদের
যেও না মাড়িয়ে পায়ে ভদ্র মহোদয় !


কে ভদ্র, কে যে মহোদয়
এদিকে ওদিকে তাকাই, পাই না খুঁজে
মাধবীলতা হেলে পড়ে গায়ে -
ছিঁড়ে নেবো ? দেবো ওর খোঁপায় গুঁজে !


ছিঁড়ো না, ছিঁড়ো না আমায়
সুপ্রিয় সুন্দর - শুধু আলতো ছুঁয়ে দাও
মাধবীলতা কঁকিয়ে বলে ওঠে -
নিশ্চল পদ, অসাড় হাত - কোথা যাও !


চারিদিকে শুধু হত্যা, রক্তের উল্লাস
ঝরাপাতা, মাধবীলতা জানে বুঝি তা'
মানব শিশুর আধেক পোড়া লাশ
কার কাছে হাত পেতে খুঁজে মানবতা !