--------------------------


ওদের হাতেই ত্রিশলক্ষ শহীদ
ওদের হাতেই সম্ভ্রম হারায় তিন লক্ষ মা বোন ।
সেই ত্রিশ লক্ষে ওদের সহোদরও ছিল
সেই তিন লক্ষেই ছিল ওদের হতভাগিনী মা, সহোদরাও ।


তারপর এক উদার বাতাসের কোমল আবহে
ওরা বেড়ে উঠেছে ছত্রাকের মতো গোপনে
ওদের শকুন স্বভাব ওরা ঢেকে দিয়েছিল ধর্মের আস্তরণে
তারপর ওরা যে মহামানব এনে দিয়েছিল স্বাধীনতার উদার হাওয়া
সবংশে তাঁরে নিধন করে নেমে পড়ে রাজপথে
বিশ্বগ্রাসী কিছু শেয়াল ও হায়েনার হাত ধরে
ওরা অবশেষে কেড়ে নেয় বাংলার পতাকা, ক্ষমতার শিরস্ত্রাণ ।


ওরাই সারা বিশ্ব জুড়ে জ্বালে ধর্মের নামে অশান্তির আগুন
ওরাই দেশে দেশে জ্বালিয়ে রাখে বিদ্বেষের লেলিহান শিখা
ওরাই শান্তির নামে অকাতরে শিশু ও নারী হত্যায় মাতে
অতঃপর মহাউল্লাসে শুভ্র আকাশের গায়ে
হিংসার বুলেট ছুঁড়ে বিজয় ঘোষণা করে !
শিশু হত্যায়, নারী হত্যায়, সংখ্যালঘু হত্যায় ওদের নারকীয় উল্লাস
মানব সভ্যতার গায়ে থু থু ছেটায়, অশ্রুত কলঙ্ক আঁকে ।


ওরাই আজ নেমেছে আবার বাংলার পথে পথে
বাসে ট্রাকে ছুঁড়ে মারে পেট্রোল বোমা;
নিরীহ খেটে খাওয়া মানুষের গায়ে আগুন ছিটিয়ে
পুড়িয়ে মারে আর ধর্মের দোহাই দেয়,
ধার্মিক সাজে ওই সর্প, শকুন ও শেয়ালের দল ।
ওদের হাতে মায়ের সম্ভ্রমহানির দাগ,
ওদের হাতে লক্ষ নিরীহ জনতার তাজা রক্ত,
ওদের হাতে বাংলার শান্তি ও স্বাধীনতা অবরুদ্ধ ।


সময় হয়েছে আবার হাতে অস্ত্র নেবার
সময় হয়েছে আবার অকুতোভয়ে পথে নামার
সর্প, শেয়াল শকুন মুক্ত বাংলার শপথে
ওই খেটে খাওয়া জনতার দল সারি সারি নেমে
আসছে রাজপথে দেখো - একাত্তরের মতই ।