আকাশ তারস্বরে বলে উঠলো – আগুন, আগুন
বাতাস উন্মত্ত বয়ে যায় – আগুন, আগুন,
মেঘ কেঁদে উঠে হু হু করে – আগুন, আগুন
মাঠও চিৎকার করে ওঠে – আগুন, আগুন ।


আকাশ জানে না, এই আগুন মানুষই জ্বেলেছে
বাতাস জানে না, মানুষের আগুনে মানুষ জ্বলছে
মেঘও জানে না, মানুষই পোড়ায় মানুষের শরীর
মাঠও জানে না, মানুষেরা আজ বানরের মত অস্থির ।


মানুষ তুমি আজ নতজানু হও আকাশের কাছে
মানুষ তুমি আজ নতজানু হও বাতাসের কাছে
মানুষ তুমি আজ নতজানু হও মেঘেরই কাছে
মানুষ তুমি আজ নতজানু হও মাঠের কাছে ।


ক্ষমা প্রার্থনা করো কুলাঙ্গার, ক্ষমা চাও করজোড়ে
বিধাতারই অভিশাপে আজ মানব সভ্যতা পোড়ে !!


">