______________


কত না বলা কথা পাথর হয়ে আছে
প্রাণে প্রাণে মিশে আছে আকুল হাহাকার
অধরা কত যে স্বপ্ন মাটির গভীরে
                              ফসিল হয়ে গেছে
কারা লাগিয়েছিল এই কৃষ্ণচুড়া গাছ -
                                মাধবীলতার ঝাড়
লাল রঙের বাণ ডেকেছে আজ
                            সারা প্রান্তরে- ঘাসে
এ যেন বুকের রক্ত ছড়ানো বিষন্ন আবেশে ।


একুশ মানে না বলা কথা, অধরা স্বপ্নের ক্রন্দন
একুশ মানে খালি পায়ে ঊষার গায়ে বিনম্র সঞ্চরণ,
একুশ মানে একটি দিনের সাজানো কৃতজ্ঞতা
একুশ মানে ফুলে ফুলে শহীদ মিনার-
                                 সংবৎসর নিস্তব্ধ্বতা ।


ওরা জেগে থাকে নির্বিকার
অভিমানী বুকে পাষাণের ভার
আমরা কখনো চাইনি ছুঁতে ওদের হারানো স্বপ্ন
আপন স্বার্থের মহানন্দে থাকি যে মগ্ন
বছরের পর বছর যায় চলে
ইতিহাস মুছে দেই নতুন গল্পের ছলে
ঘাতকের হাতে তুলে দেই সবুজ পতাকাখানি
একুশের ভোরে পাঠ করি নির্লজ্জ
                           দেশপ্রেমের নব্যবাণী ।


                  -----০-----