---------------------


ফিরে যাবো বলে তো আসিনি এখানে
আজ এই রৌদ্রতপ্ত মধ্যাহ্নে, উত্তপ্ত পিচঢালা পথে
একটুকু সবুজের ছোঁয়া নেই কোনখানে
আমার প্রত্যয় ভাঙে এমন দূরাত্মাও নেই এ জগতে
কারা মুছে দিল দিনের আলোটুকু নষ্টহাতে;
আঁধার ছাওয়া এই প্রান্তরে তবুও দাঁড়াবো আমি
আমিও মুছতে পারি কালিমার দাগ গভীর শুশ্রূষাতে
আমিও ধরতে পারি হারানো স্বপ্নের হাত
                               হোক সে যতই দূর অস্তগামী ।


আমি দাঁড়াব আজ পুত্রহারা পিতার পাশে
আমি মোছাব অশ্রু কন্যার নিগ্রহে কাতর মায়ের
আমি হবো আজ কাতারে কাতার উজল বিভাসে
আমি ভাই হয়ে ধরবো হাত ভাই হারানো ভায়ের
আমি আনবো ফিরিয়ে ঠিক জাগতিক সূর্য্যের আলো
অনন্ত নক্ষত্রমেলা প্রগাঢ় তেজে আঁধার মোছালো ।


আমি এই দাঁড়ালাম, এইখানে এই রক্তমাখা প্রান্তরে
আমার হাতে কলম, ভাবনায় শব্দের নক্ষত্র ঝরে অকাতরে
আমি ঢেকে দেবো সকল অসূয়া প্রবল শব্দের তেজে
ইতিহাসের কালো দৈত্য শব্দাক্রান্ত হয়ে দেখো
                                             শব্দরসে ভেজে ।