____________


একবার তুমি ঘুরে দাঁড়াও
একবার তুমি পিছুডাকে সাড়া দাও;
একবার তুমি হাতে তুলে
                          নাও স্বপ্নের শুভ্রতা,
অতঃপর মোহমুগ্ধকর সে স্বপ্নে হোক
                               প্রাণজ সখ্যতা !


একবার তুমি চিরে দেখো মন
একবার তুমি খুঁজে নাও অলভ্য শরণ;
একবার তুমি আত্মচেতনার
                                কাছে হও নতজানু,
অতঃপর ভাবনার শুদ্ধবিভায় তোমাতে
                                  জ্বলুক দিব্য উনুন !


একবার শস্য হাতে গন্ধ শুঁকে দেখো
একবার তুমি একমুঠো মাটি হাতেই রাখো
একবার তুমি মায়ের কাছে
                               মমতার পাঠ নাও,
অতঃপর অনন্ত সাধনার বিনম্র পাঁপড়ি
                               জীবনেই মেলে দাও !


বাসনার তপ্তরেণু ছড়িয়ে থাকে যে জীবন জুড়ে
স্বপ্নের শুদ্ধতা মলিন বেদনায় অলক্ষ্যে রয় দূরে !