____________


রোদেলা দিন কিংবা মেঘলা রাতে
দূর আকাশের অনামী এক নক্ষত্রের সাথে
দিয়েছি বেঁধে এই অন্তরীক্ষ মন,
এমনই এক ভুল সময়ে
                 একী জীবন যাপন !


আঁধার ঘিরে আসে আদিগন্ত চরাচর
শীতার্ত দিনের গায়ে কালোমেঘ তুলে ঝড়
ক্লিষ্ট, দীর্ণ, ক্ষুধাক্ষিন্ন মানব শরীর,
পথে পথে খুঁজে ফেরে ক্ষণিকের
                        অনিশ্চিত নীড় !


বৃক্ষের ছায়াতলেও পথহারা পথিক পায় না আশ্রয়
দিনে দিনে পরমায়ু বৃথা কাজে করি ক্ষয়;
সযতনে সঙ্গোপনে লালিত অজানা অধরা সুখ,
দিনান্তে মিলে না দেখা স্বজনের
                                   স্নেহ মাখা মুখ ।


আত্মগ্লানিহীন মনে অহঙ্কার মহা-উর্বর,
এই পৃথিবীর মাটি আজ বিদ্বেষের বিষে জড়জড়;
শান্তিপ্রিয় মনের স্থান নেই কোথাও এখানে,
দূরবাসী নক্ষত্রে তবু মন
                          কী বাঁচে, কে জানে !


মানুষের কাছে কাতর ধরণী আজ
                               শান্তি ভিক্ষা চায়;
মানবতার দৈন্য যদি কাটে কোন
                            অলৌকিক সুষমায় !