_____________


আমি কোন পথের নই,
                  পথ কি আমার ?
পথে পথে ঘুরে মরি
                  তাই শুধু সার !


আমি কোন ঘরের নই,
                 আমারও কি ঘর ?
ঘরের ভেতরে যে ঘর
              সে ঘরে আমিই পর !


আমি কোন মনের নই,
                মন কোথা মন ?
দেহে দেহে আবিলতা
               মায়াতে সমর্পন !


আমি কোন শব্দের নই
                শব্দও নয় আমার;
নিস্তব্ধতা শব্দ গিলে খায়
               শব্দতীর্থ নিরাকার !


আমিও তো আমি নই
               তিনিই সর্ব সার;
তাঁহারই সে মরীচিকায়
            এ আমি নির্বিকার !