-----------------


অন্তরীক্ষে আলোর ছটা, সে কি সুন্দরের খেলা
পাবনী মন্ত্রে যাপিত সময় - সংক্ষুদ্ধ একেলা ।
          অন্তহীন নির্মোহ যে প্রস্তুতি ;
          গভীরে গভীরে বাঙ্ময় স্তুতি,
প্রাণে প্রাণে অহর্নিশ কী নিরূদ্ধ কথামালা
সৌম্য সুন্দর দুয়ারে এসে দাঁড়ায় এবেলা !


অন্তরের গহন পুরে কে সে বাজায় বাঁশী
পবন তাড়িত মেঘের মতো একান্তে আসি
     বিবাগী সুরের দোলায় ভাসায়
     আকুলিত সে'জন একান্তে পায়
মোহ-মুক্ত শুদ্ধ সাধনার সম্যক সুষুন্মায়
অন্তর গভীরে তাঁরই সুমধুর ডাক শোনা যায় !
    
তাপিত প্রাণের দহন মিলায় কী মোহন পরশে
হৃদয় ভরে থাকে সে কোন অজানা পূর্ণাবেশে
      কারে সে দূরে ঠেলে কী অবজ্ঞায়
      কারে সে বুকে টানে কোন অহল্যায় !
কে জানে সে ধরা দেয় কোন মাহেন্দ্র-ক্ষণে
প্রাণের বিত্তে পূর্ণকুম্ভরূপ কোন সে অরূপধনে !


শান্ত সুন্দর ঊষার প্রহরে সেই কী দাঁড়ালো এসে
আকাশপ্রান্তে, বালুকাবেলায় মোহনীয় হাসি হেসে !      


             ০০০০০০০০/\০০০০০০০০