ওগো মোর প্রাণ প্রিয় ভাবনাবিলাসী
কোথা চল ক্ষণে ক্ষনে, হইয়া উল্লাসী।
তোমা বিনা প্রাণ মোর শুধু ধু-ধু মাঠ,
প্রিয়া ছাড়া এ বুকটি শুকে হয় কাঠ।
ক্ষণে এসে ক্ষণে যাও কেন করো ছলা
কাঁপন ধরে যে বুকে হৃদয় উতলা।
আষাঢ়িয়া বায়ু চলে মনের ভিতর
প্রেয়সী বিবাগী আঁখি অশ্রু ঝরঝর।
অয়ি প্রিয়া কাছে এসো, বসো কিছুক্ষন,
হাতে হাত রেখে বল, ‌‌'যাবো না এখন'।
দোঁহে মিলে কবো কথা কপোতের মত,
বিনিময় হবে সব ভালবাসা যত।
মেঘ মিশে পাহাড়েতে করে আলিঙ্গন,
তেমনই করো মোরে বাহুর বন্ধন।
ধর প্রিয়ে বুকে মোরে আদরে সোহাগে,
ভরিয়া উঠুক প্রাণ বিহ্বল আবেগে।
কমলাসন রূপিণী ওগো মোর প্রিয়া,
বসো জুড়ে, প্রেম শূণ্য হৃদয়ে আসিয়া।
অমৃত প্রেম মদিরা দেও পূর্ণ করি,
মধুকপুষ্প যেমন চৈত্রে উঠে ভরি।


রচনাকালঃ ২৫ ডিসেম্বর ২০১০খ্রিঃ