মন কী করে বোঝাবো তোমায়__
আছো যে ছুঁয়ে____!
আপন ভূবনে খেলছো খেলা__
ভালোবাসা পড়েছে চুয়ে___!!


নির্ঝরে বাজাও তুমি জলতরঙ্গ__
সাগরের বুকে তুমি উত্তালতরঙ্গ__।
শূন্যকুঠিরে খেলছো তুমি__
বায়ুতে নিজেরে থুয়ে__।।


আকাশে জ্বালিয়ে শ্রাবণী-আলো__
দূর করো সব আঁধার কালো__।
শ্রাবণের অঝর বারিধারায়__
দুরিত সকল দিচ্ছো ধুয়ে__।।


রঙিনবাহারে গেঁথেছো নকশিকাঁথা__
বসন্তবাগানের চারিধারে চুম্বনগাঁথা__।
পূবাকাশে এঁকেছো তুমি ইন্দ্রধনু__
প্রণতি করি_ মাথা নুয়ে।।