আছে যত কৌতুহল রব
শ্রবনে আহরণ করো সব
স্মরণ রাখিও চিত্তে,
যদি তাতে সন্দেহ জাগে
তর্কে নিরসন করো আগে
রেখো না আঁধার বৃত্তে,
যতক্ষন অর্থবোধ ভাব
মর্মাবধারণ নৈকষ্য-ভাব
অনুভূত হয় সত্যে,
সত্য উৎকর্ষে উৎপন্ন শুদ্ধি
সত্য-শুদ্ধি পরম ধী-বোধী
ধী লাভে ধীমান নৃত্যে।।


রচনাকালঃ ২ ফেব্রুয়ারী ২০১৩