অভিধান হাতে পাঠকের অসহায় ছুটা
কবির শব্দচয়ন চর্চ্চাবিলাস
এবং কাব্যিক পাণ্ডিত্বর কাছে
চাই না হতে আমি বন্দী।
আমি হতে চাই, সাধারণের
মিছিলের স্লোগানে মত
কোকিলের কুহু ডাক
অথবা বেলী ফুলের ঘ্রাণের মত
থাকবে শুধু অনুপম আকর্ষণ
হবো উচ্চারিত, সকলের মুখে মুখে।


আমি হতে চাই,
ছোট ছোট অতিপরিচিত
সকলের মাঝে সহজে উচ্চারিত
সহজ পঠন পঙক্তিমালা।
আমি থাকতে চাই, রাখালের কণ্ঠে
কৃষক, শ্রমিক, মজুরের মুখে মুখে
ফুতপাতে শুয়ে থাকা মানুষের শান্তনা হয়ে
জনতার মিছিলের বজ্রকণ্ঠ স্বরে।


চাই না আমি শুধু অডিটোরিয়ামে
অথবা কোন কবিতা আসরের আনুষ্ঠানিকতায়,
নিরব ঝিমানো অবোধ শ্রোতার
হাত তালি আর মাথা দুলানোর অভিব্যক্তি হয়ে।
আমি হতে চাই জনপ্রিয়,
সকলের মুখে মুখে
ছোট ছোট অতিপরিচিত
সকলের মাঝে সহজে উচ্চারিত
সহজ পঠন পঙক্তিমালা।


রচনাকালঃ ২১ নভেম্বর ২০১০