#উল্টোস্রোত


উল্টো স্রোতের বাহন কাহন,
উল্টো পনের কড়ি।
উল্টো মনের উল্টো গড়ন,
উল্টো রথের দড়ি।
উল্টো দিনের অস্ত গহন-
অন্ধকারের দিশা।
উলট পুরান পাঠের নেশায়,
উল্টো মুখের ভাষা।
উল্টো পথের নিশান আঁকা,
উল্টো পথের বাঁকে।
সোনায় মোড়া দিনের কথা,
উল্টো পাতার ফাঁকে।
উল্টো সবই বইয়ের লেখা,
কলম কাঁদে শোকে ।
গালিব , শরৎ ,ভাবনাবাদী,
বিতর্কেতে ধোঁকে।
উল্টো জগৎ প্রদীপ জ্বালে,
নির্যাতিতার দুঃখে।
উল্টে আবার তারেই দোষায়,
নিন্দাভরা মুখে।
উল্টো বুলি নেতার মুখে,
সমাজ চুলোয় পোড়ে,
উল্টো গদি , পালার বদল,
সময় স্রোতের তোড়ে।
উল্টো কেবল চাকার গতি,
আদির অসীম টানে।
উল্টোবে কি সভ্যতা টা-
আদিম যুগের কোণে ?