এ পৃৃথিবীর বিনির্মাণে আছে যাদের অবদান
হয় সে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান নয় সে মুসলমান।
যে কৃষাণ ফলায় মাঠের বুকে ধান
যে শ্রমিক খাটে কলে
ভুবন মাতিয়ে রাখে বৃক্ষ ছায়া ও ফুলে-ফলে
আছেতো তারো অমলিন অবদান।


যে নদী বহে সাগরের বুকে
যে পাখি গায় গান
এ ধরণীর ছোট্ট প্রাণেরও আছে কিছু অবদান
পিঠের বহরে বোঝা বয়ে যায় কুলি ও পিপিলিকা
ছোট্ট যে জোনাক সেওতো জ্বালায় মিটিমিটি দীপশিখা।


হাজার বছরের হাজার সময়ের যে সকল জ্ঞানী-গুনী
গড়ে গেছেন এই ধরণীটাকে
সঠিক পথের তরণীটাকে
বহেছেন যত সুফী, ঋষি, সাধক, মুনী।
এ পৃথিবীর সব মানুষের রঙ হতে পারে সাদা-কালো
ঘাম ও রক্তের বিসর্জনে জ্বেলেছেন তারা আলো।


আস্তি-নাস্তি সকলইতো মা তোমারই সন্তান
এ পৃথিবীর বিনির্মানে আছে তারো অবদান
যে বিজ্ঞানী নির্ঘুম রাত কাটায় নূতন আবিষ্কারে
যে কবি লেখে কবিতা ও গান
শুদ্ধ করে আত্মা ও প্রাণ
তাকে মনে রাখে জগৎবাসী সিক্ত পুরস্কারে।


আমাদের এই ছোট্ট পৃথিবী ছোট্ট একটি ঠাঁই
জগতের মাঝে মানুষে মানুষে কোন ভেদাভেদ নাই।
ওই যে যোদ্ধা করছে যুদ্ধ মারছে মানুষ
ভাঙছে জগৎ, ভাঙছে হৃদয় উড়িয়ে মরণ ফানুষ।
তাকে কি জগৎ করেছে বরণ
ঘৃণাভরে তাকে করবে স্মরণ।


এ পৃথিবীতো তাদের নয়
মানুষের তরে করতে কল্যাণ মৃত্যুকে করে ভয়।
একদিন এই পৃথিবীতে হবে ধ্বংসের পরাজয়
সেদিনের দিকে আছি তাকিয়ে
যেদিন সবাই কাঁধে কাঁধ মিলে রইবে একই ছাদের তলে
ঘৃণা নয় শুধু ভালোবাসা রবে ছোট্ট পৃথিবীর গলে।