আমি জন্মেছিলাম একটি ভুল সময়ে ভুল প্রজন্মের ভেতর।
যেখানে মাথা উঁচু করা মানে নগ্ন উল্লাসিকতার মৃতু্্য
যখন আমি ধর্মের কথা বলি
তখন তোমরা আমায় বল মৌলবাদী জংগী।
যখন আমি বিজ্ঞানের কথা বলি তোমরা আমায় বলো নাস্তিক। আমার ধর থেকে নামিয়ে ফেলো মগজ এক কোপে।  যখন আমি কালোকে কালো আর সাদাকে সাদা বলি তখন তোমরা আমায় বলো বুদ্ধিবেশ্যা।
যখন আমি বলি ওদের মেরোনা ওরাওতো মানুষ
পরুক না কিছুটা জোব্বা আলখেল্লা, কিছুটা কচি দাড়ি
তোমরা আমায় বলো নব্য রাজাকার, পাকি জারজ।
যখন আমি বলি গো মাংস খাওয়ার অপরাধে কেন মানুষ হত্যা তোমরা আমায় বল কাঠমোল্লা কোথাকার।
যখন আমি বলি ওদের ঢাক বাজাতে দাও, নাচুক না ওরা আজ একটু উল্লাসে তোমরা আমায় বলো এসেছে দাদাদের দালাল। আমায় বলতে কী পারো কোন কথাটা আমার হালাল। যখন আমি মেধা নিয়ে ধুকে ধুকে মরি আর তুমি তোমরা ব্যাকডোরে বাগিয়ে নাও সোনার হরিণ তখন,  তোমরা আমায় বলো অপদার্থ বেগার ভেগাবন্ড।
আমি যখন যখন ছুতে যাই চাঁদ তখন তোমারা আমায় বলো বামন হয়ে কেন বাড়িয়েছো হাত।
বড্ড ভুল সময়ে আমার জন্ম
এই মাথাগোঁজা উটপাখির শহরে আমার জন্য একটু জায়গা নেই, যেখানে আমি, হাসবো, খেলবো, দৌড়াবো আর সাহসের কথা বলবো।
আমি আবরার একটু দেশের কথা বলেছিলাম
বলেছিলাম ন্যায্য হিস্যার কথা
আমাকে তোমরা আকাশ ছুতে দিলেনা
আমাকে তোমরা পাখি হতে দিলেনা
আমাকে দিলেনা একটু মায়ের কোলে মাথা রাখতে।
চিরঘুমের আগে তোমাকে অভিশাপ দিচ্ছি বাংলাদেশ
তোমার পরবর্তী প্রজন্ম উটপাখি হবে, ক্রীতদাস হবে আর পড়ে পড়ে মার খাবে।
আমি চল্লুম, এই ভুল সময়ের ভুল নগরী ছেড়ে।