এসো ভাই কাছে এসো, আলিঙ্গন করি;
তোমার দেহের প্রতিটি ঘামের কণা
মুছে দিক আমার অপবিত্র বাসনা
এসো ভাই কাছে এসো
তোমার পরিশ্রমী বাহু দুটো দিয়ে
তুলে ধরো জাতির পতাকা
তোমাকে আজ বড় প্রয়োজন
রাজপথ শূন্য ময়দান তোমার প্রতীক্ষায়
ক্ষুধার্ত শিশুটি শূন্য বাসন নিয়ে বসে আছে,
তুমি মুঠোয় মুঠোয় ছড়িয়ে দেবে
ধানের কবিতা আর প্রমোদবালার চুড়ি,
এসো ভাই কাছে এসো, আলিঙ্গন করি
তোমার দিকে চেয়ে আছে
বুদ্ধিজীবী, লেখক, কবি, ডাক্তার;
তোমার চোখের জ্বলস্ত দীপ্তিশিখা
কেন এত দূর্বার, সত্য, শক্তিমান
ওরা তা শিখতে চায়
জানতে চায় তোমার শক্তির উৎস
এসো ভাই, কাছে এসো।