দুঃস্বপ্নের মাঝে বেঁচে আছি।
সংকট ও জীবনের বিবর্ণতার ভিড়েে
এতটুকু দীর্ঘশ্বাস নেই কোথাও,
ভাত-নুন-তেলপোড়া ধ্বংসস্তুপের নিচে
সহসা কারো বা কচি হাত,
বিচ্ছিন্ন বৃদ্ধাঙ্গুলি ক্রমশঃই
কেড়ে নিচ্ছে প্রশ্বাস,
কতদূর যেতে চাই জানিনা,
কোনো গন্তব্যের খোঁজ
আপাতত নেই জানি;
অসীম আকাশ বলে যেমন কিছু নেই,
দিগ্বজয়ী-দিগন্ত বলে যেমন কিছু নেই
তেমনি মানুষের বেঁচে থাকার
ক্ষমতা বলে কিছু নেই,
আমি আকাশ থেকে মরার গন্ধ বিলি করব,
এবার কবি সামলাও আমার ঠেলা।