(উৎসর্গঃ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি শিশুদের)


জানিনা ওরা পৌছে গেছে কিনা স্বর্গে,
আম-ভাত-দুধ ওরা পাবেতো ওখানে
পাবেতো দু’একটা শুকনো খেজুর,
সরস কণ্ঠে গাওয়া-‘আমরা করবো জয়”
ওরা গাইছে কি ওখানে।
একটু ঘুমোবার জন্যে ওরা পাবে কি
ছোট্ট একটি নরম বালিশ?
ঘুমন্ত নরম ঠোঁট বেয়ে ওদের
গড়িয়ে পড়বে কি নিষ্পাপ লালা?


জানিনা ওদের দেহের বিচ্ছিন্ন অংশগুলো
ঠিকঠাক পৌঁছে গেছে কিনা স্বর্গে,
ওরা কি মার্বেল চোখ দিয়ে দেখছে
ছাইরঙা ধাবমান মেঘ?


জানিনা ওদের আর কতজনকে গুনতে হবে,
আর কত দেখতে হবে খুনে ভেজা থুতনি
আর ভয়ার্ত চোখ,
হে উড়ন্ত যমপাখি তোমার ডানা ঝাপটানো থামাও;
তোমার জখমলোভী চোখদু’টো বন্ধ করো।


জানিনা ওদের আর কতজনকে গুনতে হবে,
প্রাকৃতিক ডোমঘরে ওদের আর কত দেখবো?
খুনে ভেজা কতগুলো শার্টের বোতাম, কলার,
জুতোর বেল্ট, পোড়া জায়নেমাজ, থসবির পুতি
এখানে ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে
টুকরো টুকরো গোশতো, পোড়া হাড্ডি।


জানিনা ওরা খুনপ্রিয় মানুষের ভিড়ে
ঠিকঠাক পৌছে গেছে গেছে কিনা স্বর্গে,
হে উড়ন্ত যমপাখি তোমার ডানা ঝাপটানো থামাও;
তোমার জখমলোভী চোখদু’টো বন্ধ করো।


( প্রসবকাল: ১৫ জুলাই, ২০১৪)