হে হাওয়া, দুরন্ত হিমেল হাওয়া
নৌকোর পালের মতো নিচ্ছ উড়িয়ে
শহুরে জানালার পর্দা;
সর্বগ্রাসী সাগরের মতো
দুলছে গাঙের জল;
বালুমাখা জলের ওপর ভাসছে জেলে নাও
কুপির কেরোসিন ফুরিয়ে যাবে একটু পরেই,
অবাক জোছনার আলো মেখে গায়ে
আনমনে গাইবে গান মাঝি
তার সে গান ভাসা ভাসা, অস্পষ্ট হয়ে
কানে এসে লাগে;
নৌকোর গলুইয়ের ওপর
পালকভেজা শরীরে ঝিমুচ্ছে সাদা বক;
সহসা ছোট মাছ দেখে চকচকে
হয় তার চোখ দু’টো,
বহুদিন থেকে জেলেপাড়ার
এই নাওটির সাথে তার প্রেম,
যেখানেই যাক যতদূরেই যাক
মাছের আঁশের গন্ধ শুকে শুকে
সে পৌছে যায় মাঝ দরিয়ায়,
জেলের সাথে বড় ভাব তার
পাখি আর মানুষের কোন দেশ নেই
সবুজ আর নীলের কোনো সীমা নেই।
তাদের বুকের ভেতর,
তাদের চোখের ভেতর
নীল আর সবুজের বসবাস,
হে হাওয়া দুরন্ত হিমেল হাওয়া
তোমাকে গায়ে মেখে আমার এই
অবাক গান গাওয়া।