পাতাঝড়া দিন চলে গেছে সেই কবে
মাছেদের উৎসব শেষে
ঘরমুখো ধীবরের দল হারিয়েছে পথ
এতদিন পরে সেই পুরোনো গাঙচিল
আনন্দ নৃত্যে কাপাচ্ছে আকাশ,
মেঘ নেই, দিগন্ত নেই, ঢেউ নেই কোথাও
মাঝ দইরায় ঝড় উঠবার শঙ্কার লেস মাত্র নেই,
তবু শঙ্কা কাটেনা মনে
কত প্রহর পরে পাবো দেখা
প্রেয়সীর মলিন কালো মুখ, নির্ঘুম চোখ
হিশুর গন্ধমাখা ছিন্ন কাঁথা সবই আছে ঠিক
কেবল অপেক্ষার প্রহর
অঙ্গুলি তুলে নিয়ে যায় দূরে
দূরের পরে অতঃপর শুরু হয় অদূর,
হায় গাঙচিল ভাঙা নৌকোর পেছন পেছন
আর এসোনা তুমি
এবার আমার অপেক্ষার প্রহর হবে শেষ।