এ এক আজব বিছানা
একবার শুইলে আর ওঠেনা
দিলেও নাজরানা রে মন
দিলেও নাজরানা
আজব বিছানা।


সোনার পিদিম জ্বালাইয়াছো
আমার সিঁথানে
ঘুমের ঘোরে ডাকিতাছো
কোন মায়াটানে
ও তুমি কোন মায়াটানে।


ঘুমাই থাইকা দেখি সবি
করিনা রব রাও
জাগন থাকতে বুঝলাম না ক্যান
দুনিয়ারই ভাও
মাওলা দুনিয়ারই ভাও।


এ এক আজব বিছানা
একবার শুইলে আর ওঠেনা
দিলেও নাজরানা রে মন
দিলেও নাজরানা
আজব বিছানা।


যতই তুমি কর গরব
রঙিন পানুস কর সরব
লাভতো হবেনা,
তোমার জন্য তৈয়ার আছে আজব বিছানা
ও মন আজব বিছানা।