হিন্দুরা সব সিন্দু থাকে
মুসলিমেরা পদ্মে,
বুদ্ধেরা সব যুদ্ধে গেলো
রক্তখেকোর ছদ্মে।


বার্মাতে যে কার মা থাকে!!
মানুষ নাকি মুসলমান
রক্তনদীর স্রোত বয়ে যায়
গর্জে ওঠে আরাকান।


মানুষ আমি, মুসলিম নই
বাঁচতে চাই এ মর্ত্যে
দুষ্টেরা সব সূর্য ছোঁবে
মানুষ রবে গর্তে।


নোবেল হাতে দাঁড়ায় কে রে?
জনতায় হাত নাড়ায় কে রে?
অং সান, অং সুচি।


রক্ত দেখ্ ঐ রক্ত
রক্তে লেখা নাই কে আমি
রাম, রহিম, না ভক্ত।


মৃত্যু দেখে খায়েশ মেটাস
এ কেমন তোর রুচি
ধিক এ কেমন তোর রুচি
অং সান অং সুচি।


বিশ্বমানব এক হও সব
দাও তমসা ঘুচি,
নিপাত যাক ওই রক্তখেকো
অং সান অং সুচি।