যেন শৈশবের সেই বাঁশী'ওয়ালা----
পিছে পিছে লোভাতুর বালকের হেঁটে যাওয়া।
মাথার উপরে রোদ,আরো রোদ,
একলা দুপুরে জর্জ্জরিত ঘাম।
হাঁটতে হাঁটতে কখন পেরিয়ে গেছি কোলাহল,
ছেঁড়া ফুল,শ্মশানের আধপোড়া কাঠ।
সামনে শান্ত সরোবর,স্নিগ্ধ বিকেল।
অদৃশ্য বাঁশীর টানে
আমিও নেমেছি জলে,একগলা জল...
এই বুঝি ডুব দিই
না জেনেই,
এক ডুবে ভোর হবে কি না আর!