রাজা-রাণীর গল্প থাক
কেউ গরম ভাতের গল্প বলো।


বৃন্দাবন-বেলা ভেসে গেছে কবে
                  কালিন্দির জলে,
ব্যঙ্গমা-ব্যঙ্গমী থাক
পাথর ভাঙার গল্প বলো।


ওগো শালফুল,শালের মোলায়েম পাতা
অনেক হয়েছে কথা,
গোপনে কবিতা


গম্বুজ, মিনার কিংবা
ধেড়ে-ইঁদুরের গল্প থাক;
ঘাম-রক্তে ভেজা লাল-মাটির কানে
কেউ সেতুর গল্প বলো।


এক সেতুই পারে
দুই পাড় জুড়ে দিতে।