জীবন হাসি আর কান্নার খেলা।যেমন দিন আর রাত।সুখ আর দুঃখ।রাত এলে,রাত গভীর হলে মনে হয় রাত আর কাটতে চায় না।সে রাত ও শেষ হয় ।ভোর হয় ।তেমনি দুঃখও আমাদের জীবনে চিরস্থায়ী নয়।দুঃখের পরে সুখ আসে। সে সুখও চিরস্থায়ী  নয় ।এমনই সহজ,সাধারন, চেনা উপমা দিয়ে গাঁথা কবি অমরেশ বিশ্বাসের ছড়া কবিতা 'মজার খেলা'।


কবির মূল মুন্সিয়ানা, সুখপাঠ্য ছন্দ।সহজ কথা।নির্মল ছড়া। যেমন---


'রাত থাকে না দিন থাকে না
পাকাপাকি কেউ
এ জীবনে চলতে থাকে
সুখ দুঃখের ঢেউ'।


এর আগেও কবির কাছে এ রকম ছড়া কবিতা পেয়েছি,যেগুলি পড়ে মনে হয়েছে, এখুনি কুসুমমতি শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা উচিত।এটি এ রকমই আরেকটি নির্মল কবিতা।আমরা যখন ভারি ভারি বিষয় নিয়ে মাথা কুটে মারছি,তখন এ ছড়া তার সারল্যে,অনুভবে উজ্জ্বল।


পরিশেষে, কবি বলছেন-----


'দিনের বেলা কতই আলো
আঁধার রাতের বেলা
জীবন হল হাসি কান্নার
একটা মজার খেলা'


কবি জীবনকে এক মজার খেলা বলছেন।
হাসি কান্নার খেলা।দুঃখ সুখের মজার খেলা।জীবন যেন দুঃখভারে ভারাক্রান্ত শুধু নয়,দুঃখ যেন খেলার এক অঙ্গ মাত্র। দুঃখ দেখে তাই ভয় পাওয়া নয়,সহজভাবে যেন তা জয় করতে পারি,খেলার মতোই। অমূল্য এই বার্তাটি কবি পৌঁছে দেন যেন খেলাচ্ছলে।কেবল এই একটি শব্দ 'মজার খেলা' ছড়াটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়।শিরোনাম তাই সার্থক।
কবিকে অভিনন্দন ।