কয়েকটা দিন বেঁচে ছিলাম।


কয়েকটা দিন পাহাড়ের সাথে, লতা-পাতার সাথে
তাজা কিছু ছেলে, মেয়ের সাথে মিলে ছিলাম।


কয়েকটা দিন কবিতা কথায়, আশা-ভরসায়
কয়েকটা দিন নাচের তালে, গানের ভেলায়
ভেসে সুখে
কত মনের হ্রদে হেলায়
প্রাণে প্রাণের যোগ হল।


কয়েকটা দিন স্বার্থ-ছাড়া,
ভাত-কাপড়ের তক্কে ছাড়া
কেমন করে বেঁচে ছিলাম?


কয়েকটা দিন এমনি করে
সবার সাথে দিন কাটিয়ে
সবার সাথে রাত কাটিয়ে,
বাঁচতে আমার    
আবার
ভীষন সাধ হল।