কি করে গড়ে ছড়া
                পাই যদি জানতে,
এক্ষুণি লিখে ফেলি
               কাগজের প্রান্তে।
অবিরাম বর্ষাতে
               ঝমঝম ঝরা,
কে বলো লিখে দেয়
               ঝরঝর ছড়া ?
আকাশেতে উড়ে মেঘ
                যেই ছবি আঁকে,
পদ্য বলবো তাকে
               নাকি ছড়া তাকে?
কালো এক চাদরেতে
                চাঁদ আর তারা,
কি করে লিখে যায়
                 সুন্দর ছড়া ?
টুপ টুপ ছড়া লেখে
                শিউলির ফুল,
আমি যেই লিখি তাই
                 শুধু হয় ভুল !