এত যে ছুটে যাই
পাহাড়ে,সাগরে বা
অরণ্যে,তবু কোন কিছুই অবাক করে না আর।
টেলিভিশনে বা, সংবাদপত্রে
মুহুর্মুহু দুর্নীতি, অধঃপতন, চোর-পুলিশ...
কিছুতেই চমক লাগে না আমাদের।
নতুন অস্কার পাওয়া ছবি
অথবা একদা-প্রিয় খেলাতেও
তেমনভাবে মুগ্ধ হই না আর।
কতদিন নতুন কোন গান শুনিনি আমরা
প্রাণ খুলে হেসে উঠিনি কতদি-ন।
সাজানো সংসার, গোছানো কথায় হাঁপিয়ে উঠলে
বন্ধুদের ফোন করি,বলি :
কি খবর,কেমন আছিস? আজকাল পোস্ততে
তেমন আর স্বাদ নেই, বল্ ?


আর তখনই এক হু-হু হাওয়ায়
ভেজানো দরজাটা শব্দ করে খুলে যায়।
বুঝি, আমাদের দিনগুলি নেই আর;
মৃত তারাদের মতো
ঝুলে আছি শুধু।