এরপর একমুখী পথ,শুধুই এগোনো----
ওই পথে গিয়ে কেউ ফেরেনি কখনো।


শুধু ওই পথ খুঁজে পেতে পড়ে আসে বেলা ;
শেষ হয় ফুলকাল
কোলাহল,
এপথে ওপথে ঘুরে চলা।
নামিয়ে মাথার বোঝা
আস্তিনের ছুরি,
অবশেষে ঝড় শেষে
নির্জন ওই পথ নিঃসঙ্গ, সোজা।
যারা হেঁটে গেল
চুপিচুপি
ওই পথ চিনে,
পদচিহ্ন খুঁজে দেখি
শুধু আলিঙ্গন,চুম্বনের গন্ধ প'ড়ে আছে
ধুলি-চন্দনে।