ইতিমধ্যে,যখন এক সৈনিক
শত্রু ঠেকাতে
নিজের বুকে মাইন বেঁধে উড়িয়ে দিয়েছে সেতু,
ট্যাঙ্কের কনভয়ের সামনে দাঁড়িয়ে পড়েছে
পতাকা হাতে এক মূর্খ নাগরিক,
যখন এক শিশুকন্যা
নিষ্ফল কান্নায়
তার আদরের পিতাকে ফেলে,শেষ চুম্বন দিয়ে
উঠে গেছে দেশ ছেড়ে নিরুদ্দেশের বাসে,
টিভির পর্দা জুড়ে
এক নেকড়ে তাড়া করে করে
রক্তাক্ত করে চলেছে অসহায় হরিণ ছানাটিকে,
নেকড়েরা সমাজতান্ত্রিক,নাকি সাম্রাজ্যবাদী
চাই বাণিজ্য নাকি মানবতা,
নিরাপদে বসে
আমরা তখনও হিসেব করে চলেছি।