পাহাড়ের আঁখিজলে যেমন নেমেছে নদী
সাগরের টানে
তোমার কি চোখে জল তেমনই নেমেছে?
আকাশের পানে চেয়ে
আজো আছে গাছেরা নিথর,
তুমিও কি কাটিয়েছ তেমনি প্রহর?
জুড়িয়েছ প্রাণ তুমি ফুলের সৌরভে
বিকেলের বাতাসের মতো?
জোৎস্নায় সেরে স্নান
জেগেছ পাখির গানে ভোরের মতন
আগুনে সঁপেছ প্রাণ পতঙ্গের মতো?
বৃষ্টির কান্নাতে ভিজে,ভিজে
মোরামের লাল পথ
যতদূর হেঁটে গেছে সোনাঝুরি বনের ভিতর---
নবীন পথিক,
ভালোবাসা পেতে
তুমিও কি হেঁটে গেছ
পিছু, পিছু ঠিক ততদূর?