আমি আজও বুঝতে পারিনি জীবন কি?
এটা কি ভগবানের ধার দেওয়া সময়
   না কি শুধুই এক ঝুঁকি?


প্রাণবাজি রেখে এগিয়ে চলাই কি
জীবন অথবা শুধুই ঠাট্টা আর হাসি  
   না কি জীবন সবটাই ফাঁকি?


হয়ত জীবন গল্পের ' খাঁচার পাখি '
শিকল কেটে উড়ে যেতে চায় বহুদূর
   ইচ্ছে করে আকাশ ছুয়ে দেখি।


হয়ত বা জীবন এক পশলা বৃষ্টি
রুমঝুমিয়ে নেচে বেড়ায় ধরাতলে
   বাঁচিয়ে রাখে এই সৃষ্টি।


কখনো ভাবি জীবন মানে অজস্র ভুল
ভুলের আঁধারেই মেলে আশার কিরণ
   জীবন মানে বিকশিত এক ফুল।